গাজাবাসীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা
ফিলিস্তিনের দূত ইব্রাহিম আল-জেবেন যুদ্ধবিধ্বস্ত গাজায় জনস্বাস্থ্য ও পরিবেশের গুরুতর সংকট সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরাইলের হামলা ও পরিবেশগত ধ্বংসের কারণে গাজার মানুষ ও প্রকৃতি আজ চরম ঝুঁকির মুখে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ‘কোপ-৩০’ জলবায়ু সম্মেলনে আল-জেবেন বলেন, গাজা ইসরাইলি গণহত্যার শিকার। এই আগ্রাসন প্রায় লক্ষাধিক মানুষের ক্ষতি করেছে এবং ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি করেছে, যার কিছু অংশ দূষিত ও বিষাক্ত।
তিনি উল্লেখ করেন, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ধ্বংস হওয়ায় ভূগর্ভস্থ পানি ও উপকূলীয় জলে দূষণ সৃষ্টি হয়েছে। এতে গাজার জনস্বাস্থ্য ঝুঁকি তীব্র এবং পরিবেশগত ঝুঁকিও বাড়ছে।
আল-জেবেনের ভাষায়, ইসরাইলি হামলায় গাজার কৃষিজমির বড় অংশ ধ্বংস হয়েছে। ফলে এ অঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতা ও অনাহার প্রকট আকার ধারণ করেছে। এমনকি ‘খাবারকেই কখনো কখনো হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
গাজায় ইসরাইলের ক্রমবর্ধমান হামলা শুধু মানুষের জীবন ও সম্পদের ওপর প্রভাব ফেলছে না, বরং জনস্বাস্থ্য, বিশুদ্ধ পানির নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে।
এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই ফিলিস্তিন দূত।
