মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একজোট ইরান-পাকিস্তান
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইসলামাবাদ ও তেহরান। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে দুই দেশ।
শুক্রবার (৭ নভেম্বর) ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক বৈঠকের পর এক বিবৃতিতে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ইরনার।
পাকিস্তান সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গালিবাফ। এ সময় ইরানি স্পিকার পাক প্রধানমন্ত্রীকে একটি সুন্দর চিত্রকর্ম উপহার দেন যাতে লেখা ‘পাকিস্তান ও ইরানের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’।
বৈঠকের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান।
তিনি বলেন, ইরান ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক সহযোগিতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ।
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অন্যদিকে সম্প্রতি ইরান-ইসরাইল যুদ্ধে সময় তেহরানকে সমর্থন দেয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিবাফ।
