‘৭১ না ২৪’ বিতর্ক নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
‘৭১ না ২৪’ বিতর্ক নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল
ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান কথা বলেছেন ‘২৪ না ৭১’- এই বিতর্ক নিয়ে ।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এ ধরনের বিতর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের অসম্মান করা হবে। একই সঙ্গে ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, তাদেরও ছোট করা হবে। বৈষম্যমূলক ধারণা রোধ করতে না পারলে রাজনীতিবিদদের ভোট দেব না- জনসাধারণের মধ্যে এই সচেতনতা আসা জরুরি।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ২০২৪ সালেরআগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে। এরপর ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তুলনা করে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।