যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র ব্যাপকভাবে কমাতে বলল চীন
মার্কিন যুক্তরাষ্ট্রকে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে কমাতে বলেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত পারমাণবিক নিরস্ত্রীকরণে তার বিশেষ ও প্রধান দায়িত্ব আন্তরিকভাবে পালন করা। একই সঙ্গে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডারও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা।’
শুক্রবার (৭ নভেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গ্লোবাল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা করেছেন’ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে চীনের অবস্থান জানতে চাইলে মাও নিং জানান, চীন এ বিষয়ে তার অবস্থান বহুবার স্পষ্ট করেছে।
তিনি বলেন, ‘চীনের পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট পরিসরের। তাই এই পর্যায়ে চীনের ওপর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার চাপ দেওয়া অবিচার, অযৌক্তিক ও অবাস্তব।’
মাও নিং আরও বলেন, ‘যেহেতু যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডারের মালিক। তাই তাদেরই উচিত এই অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে কমিয়ে আনা এবং সার্বিক ও সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা।’
