1. হোম
  2. বিনোদন

রহস্যময় চরিত্রে ফিরছেন কিয়ারা

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
রহস্যময় চরিত্রে ফিরছেন কিয়ারা
কিয়ারা আদভানি। ছবি- সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছরের ১৫ জুলাই কন্যাসন্তানের মা হয়েছেন। মা হওয়ার আগে অন্তঃসত্ত্বা অবস্থাতেই নিয়মিত শুটিং চালিয়ে গেছেন তিনি। এমনকি গর্ভাবস্থার শেষ পর্যায়েও স্ফীতোদর নিয়ে মেট গালার মঞ্চে হাজির হয়ে আলোচনায় আসেন অভিনেত্রী।

মা হওয়ার আগে ও পরে পুরো সময়টাই কেটেছে কন্যা সরায়াহকে ঘিরে। কিয়ারা নিজেই জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের সময় আবেগপ্রবণ হয়ে পড়তেন তিনি। তখন ভ্যানিটি ভ্যানে গিয়ে পেট ছুঁয়ে মেয়েকে আশ্বস্ত করতেনসবই অভিনয়ের অংশ, মা ঠিক আছেন।

তিনি বলেন, সন্তানের জন্মের পর তাকে গোসল করানো থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত তিনি ভীষণভাবে উপভোগ করেছেন। সন্তান জন্মের পরও কর্মজীবনের সঙ্গে ভারসাম্য রাখতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি বলেও জানান কিয়ারা।

কিয়ারার সন্তান জন্মের পর মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ওয়ার ২’। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থাতেই দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমার কাজ শুরু করেন তিনি। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে নির্মিত এ অ্যাকশনধর্মী ছবিতে কিয়ারা অভিনয় করছেন এক রহস্যময় নারী চরিত্রে, যিনি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামেন

প্রথমেসিনেমায় কারিনা কাপুরের অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে তিনি সরে দাঁড়ানএরপরই কিয়ারাকে চূড়ান্ত করা হয়

সম্প্রতিটক্সিক’ সিনেমা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘কেজিএফ’খ্যাত যশকে ঘিরে দর্শকদের আগ্রহ ও উত্তেজনা প্রশংসনীয় হলেও অনুমানভিত্তিক তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সব মিলিয়ে রহস্য, অ্যাকশন ও কিয়ারার নতুন রূপ—‘টক্সিক’ ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

ট্যাগ: বিনোদন