1. হোম
  2. বিনোদন

২০২৫ সালে আলোচনায় যেসব অভিনেত্রী

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
২০২৫ সালে আলোচনায় যেসব অভিনেত্রী
ছবি- সংগৃহীত

ঢালিউড চলচ্চিত্রাঙ্গনে ২০২৫ সাল ছিল নানা বৈচিত্র্যের বছর। ভিন্নধর্মী গল্প, চরিত্র ও অভিনয়ের মাধ্যমে বেশ কয়েকজন অভিনেত্রী দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। কেউ দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন, আবার কেউ নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চলুন দেখে নেওয়া যাক, চলতি বছরে আলোচনায় থাকা উল্লেখযোগ্য কয়েকজন অভিনেত্রীকে।

জয়া আহসান

২০২৫ সালে ঢালিউডে বড় চমক হয়ে ফেরেন জয়া আহসান। ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘উৎসব’—এই তিন সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি।

ইধিকা পাল

প্রিয়তমা’র পর এ বছর ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন ইধিকা পাল। সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ নারীর চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।

মেহজাবীন চৌধুরী

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ‘সাবা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন। চরিত্রের আবেগ ও সংগ্রাম ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেন তিনি।

শবনম বুবলী

জংলি’ সিনেমায় ইন্টার্ন চিকিৎসকের চরিত্রে সাবলীল অভিনয় করে প্রশংসা পান বুবলী। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন তিনি।

পূজা চেরী

টগর’ সিনেমায় বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে নতুন করে নজর কাড়েন পূজা চেরী। সামাজিক মাধ্যম ও আসন্ন সিনেমা নিয়েও আলোচনায় ছিলেন তিনি।

নুসরাত ফারিয়া

জ্বীন ৩’ সিনেমা ও এর গান সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। পাশাপাশি ব্যক্তিগত ও আইনি বিষয়েও বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি।

তমা মির্জা

দাগি’ সিনেমায় ‘জেরিন’ চরিত্রে পরিণত অভিনয় করে প্রশংসিত হন তমা মির্জা। একটি সিনেমাই তাকে বছরের আলোচিত অভিনেত্রীদের তালিকায় জায়গা করে দেয়।

আজমেরী হক বাঁধন

পুলিশ কর্মকর্তার চরিত্রে নন-গ্ল্যামারাস অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় প্রশংসা কুড়ান বাঁধন। চরিত্রের গভীরতা দর্শকের মনে দাগ কাটে।

তাসনিয়া ফারিণ

ইনসাফ’ দিয়ে মূলধারার সিনেমায় অভিষেক ঘটে ফারিণের। পাশাপাশি প্রযোজনায় আসা ও নতুন সিনেমার চুক্তির কারণে আলোচনায় ছিলেন তিনি।

সাবিলা নূর

দীর্ঘ ক্যারিয়ারের পর ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক সিনেমায় পা রেখে শাকিব খানের সঙ্গে রসায়ন নিয়ে আলোচনায় আসেন সাবিলা নূর।

বিপি/ এএস