প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশের পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। তবে, কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই তিনি পদত্যাগ করেছেন।
খোদা বকশ চৌধুরীকে গত বছরের ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি পুলিশের আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন আলী রীয়াজ। পরে তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরও খবর
খালেদা জিয়ার রোগমুক্তি-তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ
রাজধানীতে বোমা হামলায় যুবক নিহত
প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দিয়েছে দিল্লিপন্থিরা
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার
সারা দেশে গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭