1. হোম
  2. বিনোদন

সুখবর জানালেন আসিফ, চাইলেন দোয়া

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
সুখবর জানালেন আসিফ, চাইলেন দোয়া
ছবি: পুত্র ও পুত্রবধূর সঙ্গে সস্ত্রীক আসিফ আকবর

বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। ছেলের বিয়ের আনন্দঘন খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আসিফ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আসিফ লিখেন, জনাব বাদল শাহরিয়ারের মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন তাদের পরিবারের নতুন সদস্য। রুদ্র ও শ্রেয়সী নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক-এমন কামনাও করেছেন তিনি। একই সঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন গায়ক।

আরও উল্লেখ করেন, তার বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। ছুটি না পাওয়ায় তিনি বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষার কারণে তিনিও টরন্টোতেই ছিলেন। তাদের অনুপস্থিতি খুব মিস করছেন বলেও অনুভূতি প্রকাশ করেন আসিফ।

সবশেষে সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম। গায়কের এই স্ট্যাটাসে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রুদ্র-শ্রেয়সী দম্পতি।

বিপি/আইএইচ