1. হোম
  2. রাজধানী

‘লিডার আসছে’ স্লোগানে মুখর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১১ এএম
‘লিডার আসছে’ স্লোগানে মুখর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ‘লিডার আসছে’ স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। দলীয় স্লোগান, মিছিল ও প্ল্যাকার্ডে পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের একটি বিশাল সংবর্ধনা মঞ্চ। গত রোববার থেকে দিন-রাত পরিশ্রম করে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন।

এলাকাজুড়ে দেখা গেছে খাবার ও পানির দোকান, স্পিকারবাহী ট্রাক থেকে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান। উৎসবের আমেজে অনেক নেতাকর্মী একে রাজনৈতিক মহামেলার সঙ্গে তুলনা করছেন।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।

শরীয়তপুর থেকে আসা বিএনপি কর্মী জিয়াউর রহমান টিপু বলেন, ‘১৭ বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন। এটি আমাদের জন্য আনন্দের ও ঐতিহাসিক দিন।’

জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, ‘২৫ ডিসেম্বর এখানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে। পুরো এলাকা মানুষের মহামিলনে পরিণত হবে।’