জেমসের রহস্যজনক মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
মার্কিন অভিনেতা জেমস রেনসোন। ছবি: সংগৃহীত
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস রেনসোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৯ ডিসেম্বর লস অ্যাঞ্জেলসে নিজ বাসভবন থেকে বয়সি এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ফাঁস লেগে জেমসের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে, অভিনেতার বাসা থেকে আসা কলের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তার নিথর দেহ উদ্ধার করেন। তদন্তে এখন পর্যন্ত কোনো খুনের ষড়যন্ত্র বা অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
তবে জেমসের মৃত্যুর ঠিক দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী জেমি ম্যাকফির একটি পোস্ট এখন আলোচনার কেন্দ্রে।
তিনি ‘ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস’-এর সমর্থনে একটি তহবিল সংগ্রহের পোস্ট শেয়ার করেছিলেন। যা তার মানসিক অবসাদের দিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করা যাচ্ছে।