1. হোম
  2. বিনোদন

বিচ্ছেদের পর নতুন সঙ্গী খুঁজছেন টম ক্রুজ

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
বিচ্ছেদের পর নতুন সঙ্গী খুঁজছেন টম ক্রুজ
হলিউড তারকা টম ক্রুজ। ছবি- সংগৃহীত

হলিউড তারকা টম ক্রুজ নাকি আবারও প্রেম খোঁজার জন্য প্রস্তুত। অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সাম্প্রতিক বিচ্ছেদের পর তিনি সামনে এগোচ্ছেন—ব্রেকআপে আটকে না থেকে নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো।

সূত্র জানায়, প্রায় নয় মাসের সম্পর্কে থাকার পর টম ক্রুজ ও আনা দে আরমাস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের দাবি, টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধানের কারণেই আনা এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদটি টমের জন্য কষ্টকর হলেও, তার ঘনিষ্ঠরা বলছেন—তিনি দীর্ঘদিন মনখারাপ করে বসে থাকার মানুষ নন। এক সূত্রের ভাষায়, ‘আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি এমন নন যে খুব বেশি দিন নিজের কষ্ট আঁকড়ে ধরে রাখবেন।’

আবার ডেটিংয়ে প্রস্তুত:

ঘনিষ্ঠজনদের মতে, টম ক্রুজ নতুন কারও সঙ্গে পরিচিত হতে সক্রিয়ভাবে আগ্রহী। আরেকটি সূত্র জানায়, ‘তিনি নতুন কাউকে খুঁজতে প্রস্তুত এবং এ বিষয়ে বেশ উদ্যোগী। বন্ধুদের কাছেও তিনি বলেছেন—পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাবের জন্য তিনি উন্মুক্ত।’

এক ইনসাইডারের দাবি, টম আদর্শভাবে ব্রিটিশ উচ্চসমাজের কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়াতে চাইবেন। তবে হলিউডের বাইরের এমন সম্পর্ক গড়ে তোলা তার জন্য তুলনামূলকভাবে কঠিন বলেও উল্লেখ করা হয়।

সম্ভাব্য নামের তালিকা:

সূত্রগুলো আরও বলছে, টম ক্রুজ কয়েকজন পরিচিত হলিউড তারকার কথাও ভাবছেন। সম্ভাব্য তালিকায় উঠে এসেছে ডেমি মুর, অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার লোপেজের নাম। এক ইনসাইডার বলেন, ‘তাদের যে কেউই টমের জন্য দারুণ হতে পারেন।’

এছাড়া আরেকটি সূত্রের দাবি, অভিনেত্রী শার্লিজ থেরনের প্রতিও টমের আগ্রহ রয়েছে এবং খুব শিগগিরই তার সঙ্গে যোগাযোগ করার প্রস্তুতি নিতে পারেন তিনি।

বিপি/ এএস