1. হোম
  2. জাতীয়

ওসমান হাদির জানাজা থেকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
ওসমান হাদির জানাজা থেকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব বাংলাদেশির বুকে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি থাকবেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হাদির জানাজার পূর্বে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, আজ আমরা এখানে ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। আমাদের সবার বুকে হাদি থাকবে

এর আগে সকালেই ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরে মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়। সেখানে গোসলের পর সহযোদ্ধা ও সমর্থকদের উপস্থিতিতে মিছিলের মাধ্যমে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।

সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষ জমায়েত হতে শুরু করেন। বেলা একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশপাশের এলাকা মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। সমর্থকরা স্লোগান দেন, “আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো” এবং “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।”

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের চাহিদার ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপি/ এএস