হাদিকে নিয়ে পোস্ট করায় হত্যার হুমকি, যা বললেন চমক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন দেশের প্রথম সারির একাধিক তারকা। তাদের মধ্যে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও ছিলেন। তবে হাদির সুস্থতা কামনা এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টের জেরে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন চমক। সেখানে তিনি জানান, এ পর্যন্ত তাকে কয়েক শতবার ফোন করা হয়েছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমি মনে করি, অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।
বিপি/আইএইচ