যেভাবে ‘ইনজেকশন আন্ট’ কেলেঙ্কারিতে জড়ালেন কে পপ তারকা
দক্ষিণ কোরিয়ার আলোচিত ‘ইনজেকশন আন্ট’ কেলেঙ্কারিতে নাম জড়ানোর অভিযোগের পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় কে-পপ গ্রুপ SHINee-এর সদস্য কি। একই সঙ্গে তিনি আপাতত সব ধরনের পেশাগত কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশটিতে অবৈধ চিকিৎসাসেবা ও তারকাদের স্বাস্থ্যচর্চা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, লাইসেন্সবিহীন চিকিৎসা প্রদানকারী এক নারী—যিনি ‘ইনজেকশন আন্ট’ নামে পরিচিত—একাধিক তারকাকে বেআইনি চিকিৎসাসেবা দিয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় কৌতুকশিল্পী পার্ক না-রে-কে ঘিরে। অভিযোগ রয়েছে, তিনি ‘মিস লি’ নামে পরিচিত ওই নারীর কাছ থেকে অবৈধভাবে ইনট্রাভেনাস ড্রিপসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্রেসক্রিপশন ওষুধ সংগ্রহের অভিযোগও উঠে আসে। বিষয়টি দক্ষিণ কোরিয়ার মেডিকেল সার্ভিস অ্যাক্টের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছে কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিস লি’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন তারকার সঙ্গে সংশ্লিষ্ট ছবি ও পোস্ট ছড়িয়ে পড়লে আলোচনার পরিধি আরও বিস্তৃত হয়। এরই ধারাবাহিকতায় SHINee-এর কি-এর নাম সামনে আসে। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি-এর পোষা কুকুরের মতো দেখতে একটি কুকুরের ছবি এবং তার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ হলে গুঞ্জন শুরু হয় যে, তিনিও হয়তো ওই অবৈধ চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ছিলেন।
বিষয়টি নিয়ে জনমনে আলোচনা ও সমালোচনা বাড়তে থাকলে, ১৭ ডিসেম্বর কি-এর ব্যবস্থাপনা সংস্থা এসএম এন্টারটেইনমেন্ট একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সেখানে জানানো হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে কি স্বেচ্ছায় সব নির্ধারিত কার্যক্রম থেকে বিরতি নিচ্ছেন। একই সঙ্গে বলা হয়, তিনি চলমান বা ভবিষ্যতের যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।
কি নিজেও প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, এ ঘটনায় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টেলিভিশন অনুষ্ঠান, প্রচারণা কার্যক্রম ও লাইভ পারফরম্যান্সসহ সব সূচি স্থগিত থাকবে।
তার এই সিদ্ধান্তকে ঘিরে জনমত বিভক্ত। কেউ কেউ তার দায়িত্বশীল অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ কেউ অভিযোগের প্রকৃত সত্যতা ও তার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলছেন।
‘ইনজেকশন আন্ট’ কেলেঙ্কারি দক্ষিণ কোরিয়ায় চিকিৎসাসেবার নিয়ন্ত্রণ, তারকাদের সামাজিক দায়িত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়ার প্রভাব নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখনো তদন্তের পরিধি বা সম্ভাব্য আইনি পদক্ষেপ সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি।
এদিকে, সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত না হলেও, এই সাময়িক বিরতি কি-এর ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে—তা নিয়ে আলোচনা চলছে বিনোদন অঙ্গনে।