মালদ্বীপে স্বামীর সঙ্গে বিলাসী অবসরে মেহজাবীন
বছরজুড়েই ভ্রমণের মুডে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। স্বামী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ছুটি কাটাতে এবার নীল জলরাশির দেশ মালদ্বীপে গেছেন তিনি। সেখানকার কিছু আনন্দঘন মুহূর্ত সামাজিকমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, মালদ্বীপের এক বিলাসবহুল রিসোর্টের সুইমিংপুলে ভেসে থাকা বিশাল ‘ফ্লোটিং ব্রেকফাস্ট’ ট্রে। নীল জলের ওপর সাজানো নানা পদের লোভনীয় খাবার যেন ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্রথাগত ‘ব্রেকফাস্ট ইন বেড’ বা বিছানায় বসে নাশতার ধারণা যে আর তার পছন্দ নয়, সেটিও জানাতে ভুল করেননি মেহজাবীন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিছানায় নাশতা… উহ, ওটা বোরিং।’ সঙ্গে যোগ করেছেন হ্যাশট্যাগ—‘লাক্সারি ট্রাভেল’, ‘ফ্লোটিং ব্রেকফাস্ট’ ও ‘কাপল মোমেন্টস’।
ভক্তদের বিশেষ নজর কেড়েছে তার শেয়ার করা ‘কাপল মোমেন্টস’। একটি ছবিতে দেখা যায়, রোদচশমা পরা মেহজাবীন ও আদনান আল রাজীব হাতে ফলের জুস নিয়ে চিয়ার্স করছেন। দুজনের হাসিমুখ আর স্বচ্ছন্দ ভঙ্গি জানান দিচ্ছে, ছুটির সময়টা দারুণ উপভোগ করছেন তারা।
প্রিয় তারকা জুটিকে এমন রোমান্টিক মুডে দেখে ভক্তদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। মন্তব্যের ঘরে একজন ভক্ত খাবারের প্রাচুর্য দেখে মজার ছলে লেখেন, ‘সারা বছর ডায়েটিং করার পরে একদিন।
বিপি/আইএইচ