1. হোম
  2. বিনোদন

‘ধুরন্ধর’ নিয়ে কেন এত বিতর্ক?

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
‘ধুরন্ধর’ নিয়ে কেন এত বিতর্ক?
ছবি- সংগৃহীত

বলিউডের নতুন সিনেমা ধুরন্ধর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ৫ই ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর। সিনেমার গল্প এবং নির্মাণের প্রশংসা থাকলেও, এর রাজনীতি নিয়ে নানা প্রশ্ন উঠছে।

রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলার প্রথম সপ্তাহেই ২০০ কোটি টাকার বেশি আয় করেছে। এটি ছিলো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আসবে ২০২৬ সালের মার্চে।

ধুরন্ধর’ ছবির গল্প ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন অভিযান নিয়ে, যার পটভূমি পাকিস্তানের অপরাধ জগত। এতে ১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাই, ২০০১ সালের ভারতীয় পার্লামেন্ট হামলা, এবং ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার মতো বড় বড় ঘটনা তুলে ধরা হয়েছে। তবে ছবির রাজনৈতিক বার্তা নিয়ে নানা বিতর্ক চলছে।

ছবিটি ব্যবসা সফল হলেও সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক মহলে বিভিন্ন মতামত উঠে এসেছে। একদিকে ছবির নির্মাণশৈলী এবং উত্তেজনাপূর্ণ কাহিনীর প্রশংসা হচ্ছে, অন্যদিকে এটি উগ্র জাতীয়তাবাদী এবং সহিংসতার পক্ষে বলে অভিযোগ উঠছে।

ছবিতে রণবীর সিংহ একজন আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন, আর মাধবন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজয় সান্যাল এর চরিত্রে অভিনয় করেছেনযা অজিত ডোভালের আদলে তৈরি। এছাড়া ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, এবং অর্জুন রামপাল।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের অনেক দেশে ছবিটি মুক্তির অনুমতি পায়নি, যদিও বলিউডের অনেক ছবির ক্ষেত্রেই এটা খুব একটা বিরল ঘটনা নয়।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি তারিক আনোয়ার বলেছেন, যখন ছবিটি ইসলামি দেশগুলোর মধ্যে নিষিদ্ধ হয়েছে, তখন আমাদের ভাবনা উচিত এর মধ্যে কী আছে।

অন্যদিকে, বিজেপি নেতা ভীম সিং চন্দ্রবংশী ছবির বিরুদ্ধে ইসলাম-বিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি গল্প

রাজনৈতিক ভাষ্যকার সঞ্জয় ঝা মনে করেন, আজকাল হিন্দি সিনেমাগুলি বিশেষ রাজনৈতিক দল ও নেতার ভাবধারা প্রচারের কাজে ব্যবহার হচ্ছে, আর ধুরন্ধর তার একটি উদাহরণ।

ধুরন্ধর প্রসঙ্গে অবশ্য এই ধরনের সমালোচনাকে আদৌ আমল দিতে রাজি নয় বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র রোহন গুপ্তা দাবি করেছেন, ছবিটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, এবং এর নির্মাতারা দর্শকদের নিজস্ব মতামত গঠনের সুযোগ দিয়েছেন

ধুরন্ধর সিনেমার রাজনীতি নিয়ে বিতর্ক চলছেই, তবে ছবিটি বক্স অফিসে এখনও সাফল্য পাচ্ছে। ছবির দ্বিতীয় পর্ব আগামী মার্চে মুক্তি পাবে, তখন এই বিতর্ক নতুন করে উত্থাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিপি/ এএস