1. হোম
  2. জাতীয়

জনশক্তি রপ্তানিতে দালালরাই প্রধান বাধা: প্রধান উপদেষ্টা

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জনশক্তি রপ্তানিতে দালালরাই প্রধান বাধা: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে জনশক্তি রফতানিতে দালালদের প্রতারণা বড় বাধা সৃষ্টি করছে। তাদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে হবে বলেও তিনি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না। পুরো জগৎটাই দালাল বেষ্টিত। সরকার তাদের ভেতরে ঢোকার ক্ষমতা রাখে না

তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশের অভিযোগ রয়েছেবাংলাদেশ থেকে প্রেরিত অভিবাসনপ্রার্থীদের কাগজপত্র ভুয়া, তাই শ্রমশক্তি নেওয়া বন্ধ রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে। আমাদের দেশের তরুণরা সোনার চেয়েও দামী। তাদেরকে ব্যবহার করতে হবে এবং সারা বিশ্বের কাছে নিয়ে আসতে হবে।

বিপি/ এএস