1. হোম
  2. বিনোদন

হলুদের সাজে ঝলমলে পায়েল

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম
হলুদের সাজে ঝলমলে পায়েল
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি- সংগৃহীত

জনপ্রিয় মডেলঅভিনেত্রী কেয়া পায়েল অল্প সময়ের মধ্যেই তার সাবলীল অভিনয় ও গ্ল্যামারে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী, যেখানে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন।

সম্প্রতি বন্ধু-বান্ধবীদের সঙ্গে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কেয়া পায়েল। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, বন্ধুর গায়ে হলুদের আয়োজনে হলুদ সন্ধ্যার আমেজে প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল কেয়া পায়েল। বন্ধুদের সঙ্গে রঙের মিল রেখে শাড়ি পরিহিত অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। একাধিক গ্রুপ ছবিও পোস্ট করেছেন তিনি।

ছবির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, বন্ধুর গায়ে হলুদে।

তবে ছবির সৌন্দর্যের পাশাপাশি কমেন্ট বক্সে শুরু হয়েছে ভিন্ন আলোচনা। নেটিজেনদের অনেকেই কৌতূহল প্রকাশ করে প্রশ্ন তুলেছেনকেয়া পায়েলের নিজের বিয়ের পরিকল্পনা কবে?

একজন অনুরাগী মন্তব্যে লিখেছেন, ‘বন্ধুর হলুদে গেলেন, আপনারটা কবে?’ আরেকজন সরাসরি প্রশ্ন করেছেন, ‘পায়েলের বিয়ের খবর কবে শোনাবেন?’

সব মিলিয়ে, হলুদের সাজে কেয়া পায়েলের এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিপি/ এএস

ট্যাগ: বিনোদন