তেজগাঁও কলেজে পুলিশ মোতায়েন
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছে। সম্ভাব্য বিক্ষোভ ও ফার্মগেট এলাকায় যান চলাচলে বিঘ্নের আশঙ্কায় কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতি রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। এরপর আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। তারা মনে করেন, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ফারহান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড, কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অধ্যক্ষের কাছে আমরা চাই নাম প্রকাশ করে মামলা করা হোক। দাবি মানা না হলে আমরা ব্লকেট কর্মসূচি পালন করব।’
উল্লেখ্য, ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত সাকিবুল হাসান রানা আইসিইউতে চিকিৎসাধীন থাকার চার দিন পর ১০ ডিসেম্বর দুপুরে মারা যান।
বিপি/ এএস