Daily Bangla Post
  1. হোম
  2. বিনোদন

বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী কে, সম্পদের পরিমাণ কত?

Bangla Post Desk
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী কে, সম্পদের পরিমাণ কত?
ছবি: ফাইল

বছর শেষের পথে আরেকটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছালেন টেইলর সুইফট। ফোর্বসের সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী, বৈশ্বিক পপ আইকন টেইলর সুইফট আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হয়েছেন।

ফোর্বসের হিসাব বলছে, টেলর সুইফটের মোট সম্পদের মূল্য প্রায় ১.৬ বিলিয়ন ডলার, যা তাকে বার্বাডোজ গায়িকা রিহানার চেয়েও এগিয়ে দিয়েছে।

৩৭ বছর বয়সি রিহানার আনুমানিক সম্পদ ১.৪ বিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে তার ফেন্টি বিউটি ও স্যাভেজ এক্স ফেন্টি ব্যবসা থেকে।

অন্যদিকে তিন নম্বরে থাকা ম্যাডোনার সম্পদের পরিমাণ ৮৫০ মিলিয়ন ডলার। আর চারে থাকা বিয়ন্সে নোলসের সম্পদ ৭৮০ মিলিয়ন ডলার এবং পাঁচ নম্বরে থাকা সেলেনা গোমেজের সম্পদ ৭০০ মিলিয়ন ডলার।

তবে অন্য শিল্পীর মতো ফ্যাশন বা বিউটি ব্যবসার ওপর নির্ভর না করে সুইফটের আয়ের প্রধান উৎস তার সংগীতজীবন। ১৪ বার গ্র্যামি জয়ী এই শিল্পী ট্যুর, অ্যালবাম বিক্রি, লাইসেন্সিং এবং স্ট্রিমিং রয়্যালটি থেকে বিপুল আয় করে থাকেন।

তার বিপুল সম্পদ বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘এরাস ট্যুর’।

এই ট্যুর একাধিক রেকর্ড ভেঙেছে এবং সংগীত ইতিহাসের সবচেয়ে সফল কনসার্ট ট্যুরগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে, যা সুইফটের মোট আয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সংগীত ক্যাটালগ ও রয়্যালটির মূল্য

সুইফটের সংগীত ক্যাটালগের মূল্যই শত শত মিলিয়ন ডলার।

এর পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, লাইসেন্সিং চুক্তি ও অ্যালবাম বিক্রি থেকে আসা ধারাবাহিক রয়্যালটি তার আর্থিক অবস্থান আরও শক্তিশালী করছে।

সুইফটের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলোর একটি ছিল তার প্রাথমিক অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করা।

এই কৌশলের মাধ্যমে তিনি নিজের ‘মাস্টার’ স্বত্ব পুনরুদ্ধার করেন, যা তার ক্যাটালগের দীর্ঘমেয়াদি মূল্য বাড়ানোর পাশাপাশি আর্থিক স্বাধীনতাও নিশ্চিত করেছে।

সংগীতের বাইরেও, সুইফটের রিয়েল এস্টেট পোর্টফোলিও তার সম্পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার বাড়িঘর ও সম্পত্তি বিনিয়োগ মিলিয়ে মোট ১.৬ বিলিয়ন ডলারের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ গড়ে উঠেছে।

এই সর্বশেষ অর্জন টেইলর সুইফটকে বৈশ্বিক সংগীত শিল্পের সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।

এই সাফল্য এসেছে তার নতুন ডকুসিরিজ ‘দ্য এন্ড অব অ্যান এরা’ মুক্তির পরপরই, যা ১২ ডিসেম্বর ২০২৫-এ প্রিমিয়ার হয়। সূত্র: জিও নিউজ

ট্যাগ: বিনোদন