1. হোম
  2. জাতীয়

হজ ২০২৬

৭০ ঊর্ধ্ব ৪,১৯৩ হজযাত্রীর স্বাস্থ্যতথ্য চাইল ধর্ম মন্ত্রণালয়

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
৭০ ঊর্ধ্ব ৪,১৯৩ হজযাত্রীর স্বাস্থ্যতথ্য চাইল ধর্ম মন্ত্রণালয়
ছবি- সংগৃহীত

আগামী বছর পবিত্র হজ পালনে এজেন্সির মাধ্যমে নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী ৪ হাজার ১৯৩ জন হজযাত্রীর স্বাস্থ্যগত অবস্থা জানাতে হজ কার্যক্রম পরিচালনাকারী সব লিড এজেন্সিকে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরব সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব বয়স্ক হজযাত্রীর শারীরিক সক্ষমতা যাচাইয়ে আগাম তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়, হজ ২০২৬ উপলক্ষে সৌদি সরকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তি হজ পালন করতে পারবেন নাএমন নির্দেশনা ইতোমধ্যে সব হজ এজেন্সিকে জানানো হয়েছে। এ প্রেক্ষিতে লিড ও সমন্বয়কারী এজেন্সির নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীদের এজেন্সিভিত্তিক তালিকা (সংখ্যাসহ) পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে নিবন্ধিত ৭০ ঊর্ধ্ব বয়স্ক সব হজযাত্রীর স্বাস্থ্যগত অবস্থা সরেজমিনে পরিদর্শন বা সরাসরি কথা বলে হালনাগাদ তথ্য সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা এসব তথ্য লিড এজেন্সির মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে চলতি বছর প্রত্যেক হজযাত্রীর জন্য ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নুসুক মাসার প্ল্যাটফর্মে ফিটনেস সনদ সাবমিট করার পরই হজ ভিসা দেওয়া হবে। এ কারণে ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীদের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিপি/ এএস