মেসি-কাণ্ডে মুখ খুললেন শুভশ্রী
অবশেষে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। লিয়োনেল মেসির সঙ্গে ছবি তোলার পর থেকেই তিনি সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হন। পাশাপাশি, স্ত্রীর পক্ষ নিয়ে পদক্ষেপ করেছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আইনের পথেও হেঁটেছেন তিনি। এ বার সেই দিনের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজে।
শুভশ্রী জানান, মেসির সঙ্গে দেখা ও ছবি তোলার জন্য হোটেলে আমন্ত্রণ পেয়েছিলেন এবং সব আয়োজন ছিল আয়োজকদের সুবিধার জন্য।
শুভশ্রী বলেন, ‘আমি হোটেল থেকে বের হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছিলাম, সেখানে পরিস্থিতি উত্তপ্ত হতে দেখলাম। পুরো দায় আয়োজকদের। হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ নয়, প্রযুক্তিগত কারণে ছবিগুলি পরে ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে।’
তিনি আরও বলেন, একজন নারী ও বাংলা ছবির অভিনেত্রী বলে আক্রমণ করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।
শুভশ্রী ক্ষোভ প্রকাশ করে জানান, ‘আমি একজন নারী, আমি বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কপূর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। মহিলা হয়েও মহিলাদের এই ভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?’
শুভশ্রী সব শেষে জানান, তিনি মানুষের আবেগ বুঝতে পারছেন। তাই প্রথম দিকে তাঁর দিকে আসা কটাক্ষের কারণ বুঝতে পারছিলেন।
সুর চড়িয়ে তিনি বলেন, ‘আমাকে বলে মন হালকা হচ্ছে, এটাই ভাবছিলাম। কিন্তু কাল থেকে আমার বাচ্চাদের আক্রমণ করা শুরু হয়েছে। বলা হচ্ছে, ছোট বাচ্চা দুটোকে মেরে ফেলা হবে। আমি মা হিসাবে সেটা মেনে নেব না।’
বিপি/ এএস