Daily Bangla Post
  1. হোম
  2. বিনোদন

পুষ্পা ২-র পুরনো রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
পুষ্পা ২-র পুরনো রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’
ছবি- সংগৃহীত

রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধরভারতীয় বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। দ্বিতীয় সপ্তাহের রবিবার একাই ছবিটি ৫৮ কোটি টাকা আয় করে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’–এর পুরনো রেকর্ড ভেঙে দেয়।

মুক্তির ১০ দিনে ‘ধুরন্ধর’–এর মোট আয় দাঁড়িয়েছে ৩৫১.৬১ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহান্তে মোট সংগ্রহ ১১১ কোটি টাকা, যা ছবিটির দীর্ঘমেয়াদি সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ‘ধুরন্ধর’ খুব শিগগিরই ৫০০ কোটির ক্লাবে ঢুকতে পারে।

সিনেমাটি মূলত একটি স্পাই-থ্রিলার ও অ্যাকশন-ড্রামা, যা বাস্তব ঘটনার রাজনৈতিক ও গোয়েন্দা কার্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি। রণবীর সিং একজন দক্ষ গুপ্তচর বা বিশেষ এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। গল্পে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক সংকট, গ্যাং সংঘাত এবং সরকারি নিরাপত্তা অভিযানগুলোকে কেন্দ্র করে তীব্র অ্যাকশন, ষড়যন্ত্র ও নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।

প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় এবং শক্তিশালী কালেকশনের কারণে সিনেমাটি বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে, যা ভবিষ্যতে বক্স অফিসে এর দাপট আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিপি/ এএস