মধ্যরাতে এক মিনিটের ব্যবধানে দুই ভূমিকম্পে কাঁপল দেশ
বৃহস্পতিবার মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট এক ভূমিকম্পে মৃদু কেঁপে উঠেছিল টেকনাফ। রাত ৩টা ২৯ মিনিটে অনুভূত হয়েছিল ৪ মাত্রার সেই ভূকম্পনটি। ঠিক তার এক মিনিট পর আরেকটি ভূমিকম্প অনুভূত হয় সিলেটে।
ভারতের মেঘালয়ে উৎপন্ন সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। কেন্দ্রটি সিলেট শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে ছিল। নামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ছাতকসহ সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা কম্পন অনুভূত হয়।
এদিকে টেকনাফে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর অঞ্চল; মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল ২০.২৫°উত্তর অক্ষাংশ এবং ৯১.৩১°পূর্ব দ্রাঘিমায় কক্সবাজার থেকে প্রায় ১৫১ কিলোমিটার ও টেকনাফ থেকে ১২৩ কিলোমিটার দূরে। এর ফলে কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রামসহ উপকূলের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।
দুটি ভূমিকম্পের মাত্রা কম থাকলেও খুব অল্প ব্যবধানে পরপর দুটি কম্পন হওয়ায় অনেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র।
নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।
এরপর চলতি সপ্তাহে আরও বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়।
