এবার ভূমিকম্পে কাঁপল টেকনাফ

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
এবার ভূমিকম্পে কাঁপল টেকনাফ
ছবি: বাংলাপোস্ট

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে বাংলাদেশ। ঢাকা, নরসিংদি, সাভারের পর এবারে ভূমিকম্পে কেঁপে উঠলো টেকনাফ। বঙ্গোপসাগরে সৃষ্ট এক ভূমিকম্পে মধ্যরাতে কেঁপে উঠেছে সাগর পাড়ের অঞ্চলটি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪।

ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। তবে এই ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র।

নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।

এরপর চলতি সপ্তাহে আরও বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়।