শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
ছবি : সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দাপট বাড়ছে শীতের। নভেম্বরের শেষ দিকে এসে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ভোরে বাতাসের উচ্চ আর্দ্রতার কারণে শীতের অনুভূতি বহুগুণ বেড়ে যাচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবার মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত সোমবার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার এই নিয়মিত ওঠানামা শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয়দের ভোগান্তি আরও বাড়াতে পারে।
