তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
রাজউকের প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই রায় দেন ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণা করা হয়।
বেলা ১১টা ২৪ মিনিটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় পড়া শুরু করে আদালত।
তিন মামলার প্রতিটিতে সাত বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দেয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।
পাশাপাশি মামলার অপর আসামী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে জয়কে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
তিন মামলার ভেতর একটি মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেকটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ আসামি ১৭ জন। অপর মামলায় শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুলসহ আসামি ১৮ জন।
আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশীদ আলম গ্রেপ্তার আছেন।
এর আগে গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজস্বাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।
