বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক ঠাকুরগাঁও
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২
ছবি: সংগৃহীত

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বাউলশিল্পী আহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘটনা ঘটে।

সম্প্রীতির ঐক্য নামক একটি সংগঠনের ব্যানারে জেলার সাংস্কৃতিক কর্মীদের ওই প্রতিবাদ সমাবেশে আকস্মিকভাবে তৌহিদী জনতা নামক একটি সংগঠনের সমর্থকরা বাউলবিরোধী স্লোগান দিতে দিতে এসে হামলা চালায়। এ ঘটনায় সদরের পাচবিবি এলাকার সামছুল হক চিসতি এবং হটাতপাড়ার মোখলেছ পাগলা নামের দুজন আহত হন।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান সদর থানার ওসি সারোয়ার হোসেন। তিনি বলেন, বাউল শিল্পীদের আমরা বলেছি আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে থানায় দেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।