দিল্লির বাতাসে নিঃশ্বাস নেয়াও এখন ঝুঁকিপূর্ণ

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
দিল্লির বাতাসে নিঃশ্বাস নেয়াও এখন ঝুঁকিপূর্ণ
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে ভারতের রাজধানী দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৪৯৩, যা জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।

বায়ুদূষণের এই ভয়াবহ চিত্র কেবল দিল্লিতেই সীমাবদ্ধ নয়। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ভারত ও পাকিস্তানের একাধিক শহরের নাম উঠে এসেছে।

এদিকে, দূষণের এই বৈশ্বিক তালিকায় ঢাকা শহরের অবস্থান ১৪তম। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা শহরের AQI স্কোর ছিল ১৫৩, যা বায়ুমানের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই নির্দেশিকা অনুসারে, ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়- এ সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।