ফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের ‘আত্মহত্যা’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ মে ২০২৫, ০১:৪৭ পিএম
ফোন কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের ‘আত্মহত্যা’
ছবি : সংগৃহীত

অ্যান্ড্রয়েড ফোন কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে এক কিশোর ‘আত্মহত্যা’ করেছে। গতকাল বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম ইয়ামিন (১৬)। সে আব্দুল হাকিমের ছেলে।

ইয়ামিনে মা সকিনা বেগম বলেন, শ্রমিকের কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছি। কয়েকদিন থেকেই ছেলে বায়না ধরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দিতে হবে। কিন্তু সামর্থ্য না থাকায় ফোন কিনে দিতে পারেনি। এ নিয়ে ছেলেকে বকাও দেই। কিন্তু কে জানতো ফোন কিনে না দেওয়ায় সে পৃথিবী ছেড়ে চলে যাবে। 

স্থানীয় ইউপি সদস্য নূর ইসলাম, ইয়ামিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।