জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে দুদকে তলব


“ঘুষ” হিসেবে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
টিউলিপের বক্তব্য জানতে তাকে আগামী বুধবার (১৪ মে) সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
মঙ্গলবার টিউলিপের ঢাকার ধানমন্ডি ও গুলশান-২ এর ঠিকানায় এ ব্যাপারে নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
ঢাকার গুলশান এলাকার একটি প্লট “অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা” করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে “ঘুষ” হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলা করে দুদক।
মামলায় অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ৭১ নম্বর রোডের ১১এ, ১১বি ফ্ল্যাটটি (পুরনো ঠিকানা- ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নম্বর ৫এ ও ৫বি) কোনো টাকা পরিশোধ না করেই তিনি নিয়েছেন। রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা গ্রহণে টিউলিপ সহযোগিতা করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে মামলায়।
টিউলিপ ছাড়াও রাজউকের দুই কর্মকর্তাকে আসামি করে এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম।