ময়মনসিংহে পুলিশ পরিচয়ে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ মে ২০২৫, ০৪:২২ পিএম
ময়মনসিংহে পুলিশ পরিচয়ে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যুবলীগের স্থানীয় এক নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভেতরে ঢোকেন। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বুধবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে।

যুবলীগের ওই নেতার নাম মামুনুর রশিদ। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি সদস্যপদে নির্বাচন করেছিলেন।

জানা গেছে, ডাকাতদের দল বাড়ির ফটকের দরজা ভাঙার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে যান। তখন পরিচয় জানতে চাইলে ডাকাতরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভেতরে ঢোকেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে মামুনুরের ভগ্নিপতি আবদুল মালেক বলেন, “রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল একটি পিকআপ ভ্যান নিয়ে বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভাঙার সময় পরিচয় জানতে চাইলে তারা জানায়, পুলিশের লোক। পরে ভেতরে ঢুকে মামুনুরের তিন বছর বয়সী মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে আরেক মেয়ে ও স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের স্টিলের আলমিরা ও অন্যান্য ফার্নিচার তছনছ করে ২ লাখ ২৯ হাজার টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।”

তিনি জানান, ডাকাতির সময় পাশের ঘরে মামুনুরের বাবা আবুল কালামকে দুইজন এবং বড় ভাই শফিকুল ইসলামের ঘরে আরও তিনজন ঢুকে বেঁধে ফেলেন। ডাকাত দলের সদস্যরা সবাই ২৫ থেকে ৩০ বছর বয়সী। দুইজনের বয়স ৫০ বছরের মতো হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ভালুকা মডেল থানার থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস। তিনি জানান, ডাকাতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়িতে ঢুকলে মামুনুর রশিদ পালিয়ে যান। কিন্তু ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে পরিবারটি দাবি করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে।”