ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, ৫ জন নিহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ মে ২০২৫, ০৪:৫৮ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, ৫ জন নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে অজ্ঞাত এক নারী মারা যান। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। তারা হলেন– সামাদ ফকির (৬৫), ছেলে বিল্লাল ফকির (৪০), মেয়ে আফসানা (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুবুল।

এসব তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁরির ইনচার্জ মো. ফারুক বলেন, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর হাসপাতাল থেকে একজন গর্ভবতী নারীকে নিয়ে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ওই গাড়িতে অসুস্থ নারীর কয়েকজন স্বজনও ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে সিরাজদিখানের নিমতলা তালুকদার পাম্পের সামনে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। সেখানে সড়কের পাশে অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা সচল করার জন্য কাজ চলছিল। অ্যাম্বুলেন্সটির পাশেই ছিলেন দুর্ঘটনার স্বীকার ব্যক্তিরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় এক নারী ঘটনাস্থলে মারা যান। আহত হন দুই নারী ও তিনজন পুরুষ। আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও চারজন মারা যান।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, ঘটনাস্থলে এক নারী মারা গেছেন। তাঁর লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেও কয়েকজন মারা গেছেন। তবে অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সটির যাত্রীরা অ্যাম্বুলেন্সের পেছনে দাঁড়ানো ছিলেন। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সটির পেছনে সজোরে ধাক্কা লাগালে এ ঘটনা ঘটে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের মালিক আহম্মেদ সাদিক বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে গর্ভবতী এক নারীকে নিয়ে আমাদের অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। বেলা পৌনে একটার দিকে শুনতে পেলাম আমাদের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার শিকার হয়েছে। সে ঘটনায় অ্যাম্বুলেন্সচালক মাহবুবুল মারা গেছেন। আমরা খবরটি পেয়ে দ্রুত ঢাকার দিকে রওনা করেছি। শুনেছি আরও কয়েকজন মারা গেছেন। তবে কারা মারা গেছেন, সে বিষয়টি আমাদের জানা নেই।’