বিশ্বের শীর্ষ অপারেটরদের চট্টগ্রাম বন্দর পরিচালনায় আনা হচ্ছে: বিডা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ মে ২০২৫, ০৬:৪৭ পিএম
বিশ্বের শীর্ষ অপারেটরদের চট্টগ্রাম বন্দর পরিচালনায় আনা হচ্ছে: বিডা

দেশের ভূমি ও বন্দর সক্ষমতাকে দক্ষ ও সর্বোত্তম উপায়ে ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে বন্দর পরিচালনায় বিশ্বের শীর্ষ অপারেটরদের আনা হচ্ছে বলে জানিয়েছেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম, লালদিয়ার চর ও বে-টার্মিনাল প্রকল্প পরিদর্শনে এসে গণমাধ্যমে এ কথা বলেন আশিক চৌধুরী।

তিনি বলেন, “দেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের জন্য সবচেয়ে বেশি দরকার বন্দরের কার্যক্রম সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধি।”

এই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পাশাপাশি লালদিয়ার চর টার্মিনাল ও বে-টার্মিনাল প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও  চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আশিক চৌধুরী বলেন, “বন্দর অপারেশনে বিশ্বের টপ অপারেটরদের আনার মূল উদ্দেশ্যই হচ্ছে দেশের ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ও দক্ষ উপায়ে ব্যবহার করা।”

বিভিন্ন দেশের বন্দর বিশ্বের টপ অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বন্দরের টার্মিনাল অপারেশন বিদেশি অপারেটরদের হাতে গেলেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ নেই।”

দেশকে “ম্যানুফ্যাকচারিং হাবে” পরিণত করতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই উল্লেখ করে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, “বে-টার্মিনাল নির্মাণে দুটি বিদেশি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে।”

২০৩০-এর মধ্যে বে-টার্মিনাল চালু হলে পুরো অঞ্চলজুড়ে একটি বড় অর্থনৈতিক পরিবর্তন হবে বলেও নিজের প্রত্যাশার কথা জানান তিনি।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, বে-টার্মিনালে পণ্যবাহী মাদার ভেসেল সরাসরি নোঙ্গর করতে পারবে। ২৫ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি লক্ষাধিক মানুষের কাজের সুযোগ তৈরি হবে সেখানে।

এদিকে, চট্টগ্রাম বন্দর কার্যক্রম পরিদর্শন শেষে দুপুরে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের সঙ্গে মতবিনিময় করেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।