ধর্মশালা থেকে সরানো হলো আইপিএলের ম্যাচ


ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার রেশ পড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। দুই দেশে রাজনৈতির পরস্থিতির অবনতি এবং পাহাড়ি অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস-এর ম্যাচটির স্থান বদল করা হয়েছে।
রবিবার (১১ মে) হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়ার কথা ছিল পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস-এর ম্যাচটি। স্থান পরিবর্তন করায় এখন ওই ম্যাচটি হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের আহমেদাবাদে।
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটির স্থান বদল করা হয়েছে।
পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রেক্ষিতে ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর যার মধ্যে রয়েছে ধর্মশালার বিমানবন্দরও।
তবে ধর্মশালায় পঞ্জাব বনাম দিল্লি ম্যাচটি নির্ধারিত সময়েই হবে। পঞ্জাব ও দিল্লির পরবর্তী ম্যাচ রবিবার। বিমান না চালায় তাদের সড়ক পথে বা ট্রেনে ভ্রমণ করতে হবে। এখনও কোনো চূড়ান্ত লজিস্টিকস নির্ধারিত হয়নি।