অবসরে বার্সেলোনার ট্রেবল জয়ী ফুটবলার
সাবেক বার্সেলোনা মিডফিল্ডার রাফিনহা আলকান্তারা ৩২ বছর বয়সে পেশাদার ফুটবলের অবসরের ঘোষণা দিয়েছেন। গত ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। ২০২৪ সালের গ্রীষ্মে কাতারের ক্লাব আল-আরাবি ছাড়ার পর এক বছরের বেশি সময় তিনি পেশাদার ফুটবলের বাইরে ছিলেন।
লা মাসিয়া থেকে উঠে আসা রাফিনহা বার্সেলোনার প্রথম দলে দ্রুত জায়গা করে নেন এবং ২০১৪-১৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা ঐতিহাসিক ট্রেবল জয়ের অংশ হন। যদিও নিয়মিত শুরুর একাদশে ছিলেন না, শক্তিশালী স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
ক্যারিয়ারের বড় ধাক্কা আসে ২০১৭ থেকে ২০১৯ সালে গুরুতর চোটের কারণে, যখন অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাসে সমস্যা থেকে প্রায় ৫০০ দিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।
এরপর সেল্টা ভিগো, ইন্টার মিলান ও প্যারিস সেন্ট-জার্মেইনের মতো ক্লাবে খেলে রাফিনহা। শেষ পর্যন্ত তিনি কাতারের আল-আরাবি ক্লাবে খেলার মাধ্যমে পেশাদার ফুটবলের সমাপ্তি টানলেন।
ক্লাব ক্যারিয়ারে রাফিনহা ৩৮৬ ম্যাচে ৫৫ গোল ও ৪৬ অ্যাসিস্ট করেছেন। তার শিরোপার তালিকায় রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, তিনটি কোপা দেল রে, লিগ ওয়ান ও ফিফা ক্লাব বিশ্বকাপ।
বিপি/আইএইচ