1. হোম
  2. খেলাধুলা

আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম
আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা
আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ছবি: সংগৃহীত

৩৭ বছর বয়সে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) রাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই সম্মাননা পান ডি মারিয়া।

দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভোটের ভিত্তিতেই বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়।

ক্যারিয়ারে এটি ডি মারিয়ার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার অর্জন। এর আগে ২০১৪ সালে প্রথমবার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।

চলতি মৌসুমে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি মারিয়া।

গত বছর অবশ্য এই পুরস্কার জিতেছিলেন বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

তবে সর্বোচ্চ রেকর্ড এখনো লিওনেল মেসির দখলে। এলএমটেন টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন।