সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। তিনি সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে দলটি।
তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন থেকে ঢাকায় আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এই প্রেক্ষাপটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনার নামে সমবেত হওয়া বা ভিড় না করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনদুর্ভোগ ও নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় বিমানবন্দরে কোনো ধরনের সমাবেশ বা ভিড় এড়িয়ে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
ঢাকায় পৌঁছে তারেক রহমান রাজধানীর ৩০০ ফুট সড়কে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
বিপি/ এএস