1. হোম
  2. রাজনীতি

কোন ফ্লাইটে কখন কীভাবে আসবেন তারেক রহমান?

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
কোন ফ্লাইটে কখন কীভাবে আসবেন তারেক রহমান?

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। এরপরই অবসান ঘটবে প্রায় দুই যুগের অপেক্ষার। ১৭ বছরের নির্বাসন শেষে অবশেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। তার সঙ্গে আসছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ উৎফুল্ল দলের নেতাকর্মীরা। সারাদেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন তাদের নেতাকে বরণ করে নিতে, লম্বা সময় পর নেতাকে এক নজর দেখতে।

সবকিছু ঠিক থাকলে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১২ টা ১৫ মিনিটে (লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারেক রহমান। হিথ্রু বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল (টার্মিনাল ডি) দিয়ে বিমানে উঠবেন তারা।

বাংলাদেশের বিমানের ফ্লাইট নম্বর ২০২ তে করে দেশে আসবেন তিনি। এটি একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার টুইন জেট বিমান। হিথ্রু বিমানবন্দর থেকে বিমানটি টেক অফ করবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

লন্ডন থেকে ৯ ঘণ্টা ৪০ মিনিটের যাত্রা শেষে সকাল ৯ টা ৫৫ মিনিটে বিমানটি অবতরণ করার কথা রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

১ ঘণ্টা বিরতি দিয়ে সিলেট থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি রওয়ানা দেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। ৫০ মিনিট পর বেলা ১১ টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে বিমানটির।

বিমানবন্দরে তারেক রহমান ও তার পরিবারকে বরণ করে নিবেন বিএনপির সিনিয়র নেতারা। এরপর সেখান থেকে বের হয়ে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসাধীন মা কে দেখতে।

পথিমধ্যে পূর্বাচলের ৩০০ ফিটে এক গণসংবর্ধনায় অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। সেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি ভাষণ দেবেন। এরপর সেখান থেকে যাবেন এভারকেয়ারে।

এরপর সেখানে কিছুসময় কাটানোর পর সপরিবারে গুলশানের বাসভবনে যাবেন তিনি।

পরদিন শুক্রবার জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তারেক রহমান।

শনিবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন ভবনে যাবেন এবং জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করবেন পঙ্গু হাসপাতালে। একই দিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়রাতও করবেন তিনি।