হাদির পরিবারে ৬ ভাই-বোন কে কী করেন, যা জানা গেল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবার ধর্মশিক্ষা ও শিক্ষকতায় নিবেদিত। হাদির ছয় ভাই-বোনের মধ্যে অনেকেই মাদ্রাসা শিক্ষক বা আলেম।
ঝালকাঠির নলছিটি উপজেলায় জন্মগ্রহণকারী হাদির পিতা মাওলানা আব্দুল হাদি মাদ্রাসার শিক্ষক ছিলেন। বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক বরিশালের একটি জামে মসজিদের ইমাম ও খতিব। মেঝো ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা পরিচালনা করেন।
ওসমান হাদির তিন বোনের স্বামীও আলেম। বড় বোনের স্বামী নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেঝো বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন এবং ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক।
শহীদ ওসমান হাদির শিক্ষাজীবন শুরু হয়েছিল ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায়। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। হাদি প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন এবং সর্বশেষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘হাদি পঞ্চম শ্রেণি থেকে আলিম পর্যন্ত মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। ছাত্রজীবন থেকে মেধাবী, সুবক্তা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রবণতা ছিল তার।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে দুর্বৃত্তরা ওসমান হাদিকে মাথায় গুলি করে আহত করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।
বিপি/ এএস