1. হোম
  2. সারাদেশ

ঝালকাঠির সাবেক মেয়র আফজাল কারাগারে

Bangla Post Desk
ঝালকাঠি সংবাদদাতা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
ঝালকাঠির সাবেক মেয়র আফজাল কারাগারে
আফজাল হোসেন রানা। ছবি- সংগৃহীত

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আফজাল হোসেন রানা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যান আফজাল হোসেন রানা। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি পুলিশ তাকে ঝালকাঠি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালতের বিচারক আফজাল হোসেন রানাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আফজাল হোসেন ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী অবস্থানে যাওয়ায় দলীয় কোন্দলের জেরে তাকে একে একে সব পদ হারাতে হয় বলে জানা গেছে।

ঝালকাঠি সদর থানার (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন,  আফজাল হোসেন রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।