ঢাকায় কবে আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাপোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত নতুন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসছেন বলে জানা গেছে।
গত ১৯ ডিসেম্বর ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অনুমোদন দেয় দেশটির সিনেট।
এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই মার্কিন কূটনীতিক। গত বছরের জুলাই মাসে সব শেষ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকার দায়িত্ব ছেড়ে ওয়াশিংটনে ফিরে যান।
এরপর সেপ্টেম্বরে তিনি মার্কিন সরকারের চাকুরি থেকে অবসরে যান। এরপর থেকে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন।
ট্যাগ:
যুক্তরাষ্ট্র