1. হোম
  2. খেলাধুলা

বড় চমক রেখে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
বড় চমক রেখে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা
ফাইল ছবি

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দল থেকে বাদ পড়েছেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। ফিরেছেন আরেক টপ অর্ডার ব্যাটার ইশান কিষাণ।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে।

অধিনায়ক সূর্যকুমার যাদবের পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্বে আছেন অক্ষর প্যাটেল। দলে ইশান কিষাণের সঙ্গে ফিরেছেন আরেক ব্যাটার রিঙ্কু সিং। এছাড়া ব্যাটিং বিভাগে আরও আছেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা। দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল আছেন সেই তালিকায়।

পেস বোলিংয়ের দায়িত্ব থাকছে জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা ও আর্শদীপ সিংয়ের ওপর। স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। নির্বাচকেরা ভারসাম্য রেখে দল গঠনের চেষ্টা করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড
সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও আক্সার প্যাটেল।

বিপি/আইএইচ