1. হোম
  2. খেলাধুলা

আজই কি ইতিহাস লিখবেন এমবাপ্পে?

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
আজই কি ইতিহাস লিখবেন এমবাপ্পে?
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

তালাভেরার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করে আলোচনায় এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ওই দুই গোলের মাধ্যমে ২০২৫ পঞ্জিকাবর্ষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮। ফলে রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে এখন মাত্র এক গোল দূরে রয়েছেন ফরাসি তারকা।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মৌসুমের শুরুতে এমবাপ্পেকে নিয়ে কিছুটা সংশয় ছিল। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার সমন্বয় এবং দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এখন তিনিই হয়ে উঠেছেন দলের সবচেয়ে বড় ভরসা। জুড বেলিংহাম ও ভিনিসিয়ুসের চেয়েও আক্রমণে বেশি কার্যকর ভূমিকা রাখছেন এমবাপ্পে।

২০২৫ সালের শুরু থেকে সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোল এখন ৫৮টি। এর মাধ্যমে তিনি স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ঐতিহাসিক রেকর্ড। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে রোনালদো করেছিলেন ৫৯ গোল, যা এখনো ক্লাবের সর্বোচ্চ।

সেই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে রোনালদোর গোলসংখ্যা ছিল ৫৯, আর জাতীয় দলসহ মোট গোল ছিল ৬৯। ক্লাব পর্যায়ে তার ওই কীর্তিই এখনো শীর্ষে রয়েছে।

এমবাপ্পের সামনে রেকর্ড ভাঙার সুযোগ আসছে ২০২৫ সালের শেষ ম্যাচে। সেভিয়ার বিপক্ষে এই ম্যাচেই তিনি ইতিহাস গড়তে পারেন। ইতিবাচক দিক হলো, সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেই গোল করেছেন এমবাপ্পে, যা তার আত্মবিশ্বাস বাড়াবে।

রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকায় এখনো শীর্ষে আছেন রোনালদো২০১৩ সালে ৫৯ গোল। এরপর ২০২৫ সালে এমবাপ্পের ৫৮ গোল এবং ২০১২ সালে রোনালদোরও ছিল ৫৮ গোল। ২০১৪ সালে রোনালদো করেন ৫৬ এবং ২০১৫ সালে ৫৪ গোল।

তবে একটি রেকর্ড ভাঙলেও রোনালদোর সামগ্রিক কীর্তি ছুঁতে এমবাপ্পের সামনে এখনও বড় চ্যালেঞ্জ। রিয়ালের জার্সিতে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল, গড়ে প্রতি ৮৪ মিনিটে একটি করে। সেখানে এমবাপ্পে এখন পর্যন্ত প্রতি ৯৩.৯ মিনিটে একটি গোল করছেন। এই হিসেবে রোনালদোর মোট গোলসংখ্যায় পৌঁছাতে এমবাপ্পেকে খেলতে হতে পারে প্রায় ৪৭০ ম্যাচ।

বিপি/ এএস