1. হোম
  2. জাতীয়

জাতীয় নির্বাচনের তফশিল সংশোধন

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
জাতীয় নির্বাচনের তফশিল সংশোধন
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আংশিক সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংশোধিত তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুদিন কমানো হয়েছে। আগে নির্ধারিত ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে এখন আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

 

অন্যদিকে আপিল নিষ্পত্তির সময়সীমা দুদিন বাড়ানো হয়েছে। পূর্বে ১২ থেকে ১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও সংশোধনের ফলে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় এখনও বাকি রয়েছে ১০ দিন। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারএম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর ওই তফশিলসংক্রান্ত প্রজ্ঞাপনে প্রথম দফায় কিছু সংশোধন আনে নির্বাচন কমিশন।

বিপি/ এএস