রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও জিততে পারল না তার দল
বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক ম্যাচে দারুণ বল করেছিলেন রিশাদ হোসেন। সেই ম্যাচে জিতেছিল তার দল হোবার্ট হারিকেন্স। এবার দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রিশাদ ভালো বোলিং করলেও হেরেছে তার দল।
এদিন হোবার্টের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় ক্লার্ক ও রজার্সের ব্যাটে ভালো শুরু পায় মেলবোর্ন। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রজার্স। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই তাদের দুজনের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারে ক্লার্ককেও ফেরান রিশাদ।
দুই ওভারে দুই উইকেট নিলেও তৃতীয় ওভারে ভালো করতে পারেননি তিনি। রিশাদের তৃতীয় ওভার থেকে আসে ১৯ রান। শেষ পর্যন্ত ৩ ওভারে ২ উইকেট নিলেও ৩৩ রান খরচা করেছেন রিশাদ। তবে ম্যাচে দলের একমাত্র সফল বোলার ছিলেন তিনি।
দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে মেলবোর্নকে জয় এনে দেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। তাদের অনবদ্য ব্যাটিংয়ে মেলবোর্নের কাছে ৮ উইকেট হারে হোবার্ট হারিকেন্স।
বিপি/আইএইচ