1. হোম
  2. খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে ‘রান’ করাই কী তবে কাল?

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
বাংলাদেশের বিপক্ষে ‘রান’ করাই কী তবে কাল?

ক্রিকেট পরিসংখ্যান মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত কাকতালীয় বিষয় সামনে আনে, যা ব্যাখ্যা করা কঠিন। ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিশেষ ‘প্যাটার্ন’। বাংলাদেশের বিপক্ষে বড় রান করার পর যেন দীর্ঘ সময়ের জন্য ফর্ম হারিয়ে ফেলছেন ভারতের মহাতারকারা। বিরাট কোহলির সেই বিখ্যাত তিন বছরের সেঞ্চুরি খরার পর এখন একই পথে হাঁটছেন টি-টোয়েন্টি সেনসেশন সূর্যকুমার যাদব।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ১৩৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সমর্থকরা তখন জানতেন না, এই সেঞ্চুরিই হবে তার ক্যারিয়ারের দীর্ঘতম রান খরার শুরু। সেই ম্যাচের পর থেকে দীর্ঘ প্রায় তিন বছর এবং ৮৩টি আন্তর্জাতিক ইনিংসে কোহলির ব্যাটে আর কোনো সেঞ্চুরির দেখা মেলেনি। ২০২২ সালের এশিয়া কাপে এসে তার সেই খরা কাটে।

বিরাট কোহলি সেই বৃত্ত থেকে বেরিয়ে এলেও, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এখন ঠিক একই সংকটে পড়েছেন। গত বছর বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে ৭৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। কিন্তু সেই ইনিংসের পর থেকেই যেন অচেনা হয়ে গেছেন তিনি।

গত ১৪ মাসে ব্যাটিং ইনিংস তার ২২টি। সেখানে অর্ধশতক একটিও পাননি।

আগে যেখানে গড় ছিল ৪২-এর উপরে, এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র ১২-তে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত চার ম্যাচে করেছেন মাত্র ৩৪ রান।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে অন্তত ২০টি ম্যাচ খেলেছেন এমন অধিনায়ক বা ব্যাটারদের মধ্যে সূর্যের রান সংখ্যা সবচেয়ে কম। এক সময়ের বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটার কেন হঠাৎ এমন খেই হারিয়ে ফেললেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।

বিরাট কোহলি শেষ পর্যন্ত রানে ফিরেছিলেন এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে ভূমিকা রেখেছিলেন। সূর্যকুমারের সামনেও এখন সেই চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপক্ষে খেলা সেই ৭৫ রানের ইনিংসটি কি সত্যিই কোনো ‘মানসিক বাধা’ তৈরি করল, নাকি এটি স্রেফ খেলার একটি খারাপ সময়—ক্রিকেট বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়।