শহীদ হাদির এপিটাফে যা লেখা হলো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির দক্ষিণ পাশে তাকে দাফন করা হয়।
দাফন শেষে হাদির সমাধিতে একটি এপিটাফ স্থাপন করা হয়। এতে লেখা রয়েছে—
‘আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান বিন হাদি। (১৯৯৩–২০২৫) শাহাদাত: ১৮ ডিসেম্বর ২০২৫।’
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের ঢল নামে।
জানাজার আগে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন সম্পন্ন করা হয়।
বিপি/ এএস