1. হোম
  2. খেলাধুলা

এমবাপের জোড়া গোলে স্বস্তির জয় রিয়ালের

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
এমবাপের জোড়া গোলে স্বস্তির জয় রিয়ালের

কোপা দেল রে-তে স্পেনের তৃতীয় সারির ক্লাব তালাভেরার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৩-২ ব্যবধানের কষ্টার্জিত এক জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জাবি আলোনসোর শিষ্যরা। কিলিয়ান এমবাপের জোড়া গোলের ওপর ভর করেই মূলত হার এড়াতে পেরেছে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচটিতে দলের নিয়মিত তারকাদের বিশ্রাম দিয়েছিলেন কোচ জাবি আলোনসো। বেঞ্চে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, বেলিংহ্যাম ও চুয়ামেনির মতো ফুটবলাররা।

গোলপোস্টের নিচে থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে সুযোগ পান আন্দ্রে লুনিন। ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রাখলেও তালাভেরার রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে রিয়ালকে।

ম্যাচের ৪১ মিনিটে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপে। ডি-বক্সের ভেতর তালাভেরার এক ফরোয়ার্ডের হ্যান্ডবল হলে পেনাল্টি পায় রিয়াল, যা থেকে গোল করতে ভুল করেননি ফরাসি অধিনায়ক।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ হয় তালাভেরার আত্মঘাতী গোলে। এমবাপের একটি শট বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার ম্যানুয়েল ফারান্দো।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। ৮০ তম মিনিটে নাহুয়েল আরোয়োর গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তালাভেরা।

৮৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এমবাপে। এটি মৌসুমে তার ২৮তম গোল।

যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গঞ্জালো ডি রেঞ্জোর গোলে ফের নাটকীয়তার ইঙ্গিত দেয় তালাভেরা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

জয় পেলেও রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না। বিশেষ করে রক্ষণভাগের দুর্বলতা কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। আগামী শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে রিয়াল, যেখানে নিজেদের গুছিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য।