১৬ বছরের রেকর্ড ভেঙে সবার উপরে ফিজ
আইপিএলের ২০২৬ আসরের মিনি নিলামে ইতিহাস গড়লেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। বড় অঙ্কের পারিশ্রমিকে তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে ওপার বাংলার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে পেতে সাবেক দল চেন্নাই সুপার কিংস এবং কলকাতার মধ্যে শুরু হয় তীব্র লড়াই। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) ‘ফিজ’কে দলে নেয় কেকেআর। এটিই আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম।
এতদিন আইপিএলে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার। ২০০৯ সালে তাকে ৬ লাখ ডলারে (তৎকালীন প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা) দলে নিয়েছিল কলকাতা। দীর্ঘ ১৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন মোস্তাফিজ। এমনকি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও পেতে কোনো দল ৪ কোটি রুপির বেশি খরচ করেনি (সাকিবের সর্বোচ্চ দাম ছিল ৩.২ কোটি রুপি)।
|
সাল |
মুস্তাফিজের দল |
মূল্য (রুপি) |
বিশেষ অর্জন |
|
২০১৬ |
সানরাইজার্স হায়দরাবাদ |
১ কোটি ৪০ লাখ |
সেরা উদীয়মান ক্রিকেটার |
|
২০১৮ |
মুম্বাই ইন্ডিয়ান্স |
২ কোটি ২০ লাখ |
- |
|
২০২১ |
রাজস্থান রয়্যালস |
১ কোটি |
- |
|
২০২২-২৩ |
দিল্লি ক্যাপিটালস |
২ কোটি |
- |
|
২০২৪ |
চেন্নাই সুপার কিংস |
২ কোটি |
বদলি হিসেবে সুযোগ |
|
২০২৬ |
কলকাতা নাইট রাইডার্স |
৯ কোটি ২০ লাখ |
সর্বোচ্চ দামের রেকর্ড |
২০১৬ সালে নিজের অভিষেক আসরেই চমক দেখিয়েছিলেন মোস্তাফিজ। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে ২০২৫ সালে এসে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি। লুইস এনরিকের অধীনে পিএসজি ফুটবলারদের সাফল্যের মতো মোস্তাফিজও হয়তো কলকাতার জার্সিতে তার ক্যারিয়ারের সেরা সময় কাটাবেন—এমনটাই প্রত্যাশা ভক্তদের।